বাংলাদেশ ক্রিকেট

এশিয়া কাপ শুরুর আগে ছিটকে গেলেন লিটন দাস

এশিয়া কাপ শুরু হতে আর সময় মাত্র ১ দিন। টুর্নামেন্টের দ্বিতীয় দিনেই স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তবে প্রথম ম্যচে মাঠে নামার আগে বাংলাদেশ শিবিরে চলছে লিটন দাসকে শ্রীলংকা ম্যাচে পাওয়া যাবে কিনা সেটা নিয়ে আলোচনা। আজ শ্রীলঙ্কার ফ্লাইট ধরার কথা থাকলেও শেষ পর্যন্ত আজও এশিয়া কাপের উদ্দেশ্যে দেশ ছাড়া হয়নি এই ওপেনার।

বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেট নিউজ পোর্টাল ক্রিকফ্রেঞ্জিকে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু নিশ্চিত করেছেন যে, প্রথম ম্যাচের একাদশে দেখা যাবে না লিটনকে। তিনি বলেন, “সুস্থ হলে আজ তার যাওয়ার কথা ছিল, কিন্তু আজ সে যেতে পারেনি। আমরা তার আপডেটের অপেক্ষা করছি। সুস্থ হলেই যেন দ্রুত যেতে পারে। তবে নিশ্চিতভাবেই প্রথম ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে না।”

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, “লিটন সুস্থ হলে সে যাবে, আমরা অপেক্ষা করছি এই মুহূর্তে। যদি আজ সুস্থ হয়ে যায় তাহলে কালকের মধ্যে ওকে শ্রীলঙ্কা (কলম্বো) নিয়ে যাওয়ার চেষ্টা করব। সে তো আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য, নির্ভরযোগ্য ওপেনার।”

লিটনের অনুপস্থিতিতে ওপেনিং করবেন কারা এটা নিয়েও চলছে অনেক আলোচনা সমালোচনা। তবে ধারণা করা হচ্ছে লিটনের অনুপস্থিতিতে অভিষেক হতে চলেছে উদীয়মান ওপেনার তানজিদ হাসান তামিমের। আর অন্যদিকে ওপেনার আগে থেকেই প্রথম পছন্দের ওপেনার ছিলেন এই ম্যাচের জন্য।

কয়েকদিন আগেই তানজিদ হাসান তামিম এবং মোহাম্মদ নাইম শেখ ইমার্জিং এশিয়া কাপে ওপেনিংয়ে জুটি গড়েছিলেন। টুর্নামেন্টে দুইজনের ব্যক্তিগত পারফরমেন্স ভালোই ছিল। তামিম দলের পক্ষে সর্বোচ্চ ১৭৯ রান করেন এই টুর্নামেন্টে। আর অন্যদিকে নাইম শেখ ছিলেন বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।

ইমার্জিং এশিয়া কাপের অভিজ্ঞতা থাকায় তাদের জন্য একসাথে ইনিংস শুরু করাটা নতুন কোনো অভিজ্ঞতা হবে না। তবে আন্তর্জাতিক ক্রিকেটে এই ওপেনিং জুটি কেমন করতে পারে সেটাই এখন দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button