ফ্র্যাঞ্চাইজি লীগ

এলিমিনেটরের দুই ম্যাচে হেরে বিদায় নিলো সাকিবের গায়ানা

গায়ানা যেখানে প্লে-অফের আশা ছেড়ে দিয়েছিলো, সেখানে সাকিবের নৈপুন্যে শুধু প্লে-অফ নয়, শীর্ষ দুইয়ে উঠেছিলো সাকিবের গায়ানা আমাজন ওয়ারিওর্স।

তবে প্রথম এলিমিনেটরের দিন জ্বলে উঠতে পারেনি সাকিব। সেদিন সাকিব ব্যাট হাতে করেছে এক রান ও বল হাতে নিয়েছে এক উইকেট। সেই ম্যাচে ৩৩ রানের পরাজয় বরণ করতে হয় গায়ানাকে। তবে ফাইনালে যাওয়ার শেষ ভরসা ছিলো জ্যামাইকার সাথে জেতা।

তবে জ্যামাইকার সাথে টস জিতে বল নেয় গায়ানার অধিনায়ক হেটমায়ার। ফলে প্রথমে ব্যাট করতে নেমে ২২৬ রানের পাহাড় সমূহ পুঁজি পায় জ্যামাইকা। গায়ানার অসহায় বোলিং পারফর্মেন্সের দিন সাকিব ৩ ওভারে ৩০ রান দিয়ে উইকেট শুন্য ছিলেন।

তবে ব্যাটিংয়েও সাকিবসহ ব্যার্থ হয় টপ-অর্ডার। সাকিব ফিরেন ৬ বলে মাত্র ৫ রান করে। তবে কিমো পল শেষে চেষ্টা করলেও ১৮৯ রানে গিয়ে থামে গায়ানার ইনিংস। ফলে ৩৭ রানের বড় পরাজয় বরণ করে ফাইনালের আশা ভঙ্গ হয় সাকিবের গায়ানা আমাজন ওয়ারিওর্সের।

জ্যামাইকার হয়ে ৫২ বলে ১০৯ রান করা ব্রোকস ম্যাচ সেরা হোন। গায়ানার বোলিং এর সময় ৪ ওভারে ওদেন স্মিথের ৬১ রানের খরুচে বোলিং গায়ানাকে অনেকটায় ছিটকে দেয় ম্যাচ থেকে।

ম্যাচ শেষে সাকিবের গায়ানার অধিনায়ক শিমরন হেটমেয়ার বলেন, “ফ্র্যাঞ্চাইজির সাথে আমার দ্বিতীয় বছর। গত বছর বদলি হিসেবে আসা, জ্যামাইকা আমাকে এই স্তরে এবং ক্রিকেটের এই ফর্ম্যাটে আমার প্রতিভা দেখানোর সুযোগ দিয়েছে। আমি তখন থেকেই এটি উপভোগ করেছি, ক্যাম্পের ভিবটি দুর্দান্ত এবং আমি এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে পছন্দ করি। আজ রাতে শিবিরে মেজাজ শুধু লভ্যাংশ ছিল. শুধু খুশি যে আমরা ফাইনালে আছি, আমাদের জন্য আরও একটা বাধা আছে। এই ফরম্যাট এবং ওয়ানডে ক্রিকেটে আমার জন্য এটি একটি চমৎকার বছর। আমি এটা ধাপে ধাপে নিচ্ছি. (ফাইনাল) আমি বার্বাডোজের বিপক্ষে খেলতে পেরে খুশি, শুক্রবার রাতে চ্যালেঞ্জের অপেক্ষায় আছি। দলের পারফরম্যান্সে খুব খুশি। ছেলেরা পরিকল্পনায় ভালভাবে আটকে গেল এবং আমরা উপরে উঠে আসি।”

আগামীকাল বারবাডোজের সাথে জ্যামাইকার ফাইনাল অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় ভোর ৫টায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button