বাংলাদেশ ক্রিকেট

এবার নান্নুকে নিয়ে বোমা ফাটালেন শাহাদাত হোসেন

এবার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুকে নিয়ে বোমা ফাটালেন শাহাদাত হোসেন রাজিব। সঙ্কটের কথা উল্লেখ করে তা নিরসনে বিসিবির হস্তক্ষেপও কামনা করেছেন এই পেসার।

একটা সময় জাতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন পেসার শাহাদাত হোসেন রাজিব। নানা বিতর্কে পড়ে এক সময় তার উপর বিসিবির পক্ষ থেকে দেয়া হয়েছিল পাঁচ বছরের নিষেধাজ্ঞা। এরপর অবশ্য বোর্ডের কাছে নানা আকুতির পর সেই নিষেধাজ্ঞা দেড় বছর পরই তুলে নেয়া হয়।

ঘরোয়া ক্রিকেটে নিয়মিত শাহাদাত হোসেন এবারের চলমান বিসিএলে দল পাননি। তার মত সিনিয়র ক্রিকেটার দল না পেলেও থার্ড ডিভিশন খেলা ক্রিকেটাররা দল পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

গতকাল (১৩ ডিসেম্বর) সাংবাদিকদের সাথে আলাপকালে শাহাদাত বলেন, ‘’সবচেয়ে দূর্ভাগ্যজনক একটা বিষয়, সেটা হলো আমাদের সিনিয়র কিছু ক্রিকেটার আছে, যাদের জন্য সবচেয়ে বেশি খারাপ হয়। যেমন আপনারা যেটা জানেন না, ফার্স্টক্লাস ক্রিকেটে আমার জায়গায় একটা থার্ড ডিভিশনের ফাস্ট বোলার ঢুকানো হইছে। তো আমি যখন বলছি থার্ড ডিভিশনের খেলোয়াড়টা কেন, কারণ কি?’’

”ফার্স্টক্লাসটা এতো সহজ কোনো খেলা না, যে আপনি থার্ড ডিভিশনের বা সেকেন্ড ডিভিশনের একটা খেলোয়াড় ঢুকিয়ে দিবেন! আমরা তো অনেক কষ্ট করে আজকে এই জায়গাটাতে আসছি। আসার পর এইখানে খেলতেছি এবং এইখান থেকেই তো জাতীয় দলে ঢোকা। তো এইটা নিয়ে আমার ডিভিশনের সাথে কথা হইছে। তারা আমাকে কোনো উত্তর দেয়নি এরকম কোনোকিছু। তো তারপর আমি আর কিছু বলি নাই।‘’

সিনিয়র ক্রিকেটারদের প্রতি ক্ষোভ প্রকাশ করে এই পেসার আরও বলেন, ‘’ব্যক্তিগতভাবে আমাদের ঢাকা ডিভিশন ভালো খেলছে কোনো সন্দেহ নেই। কিন্তু ঢাকা ডিভিশনে কিছু কিছু ক্রিকেটার আছেযে সিনিয়র কিছু ক্রিকেটারদের উপর বেশি ক্ষোভ আছে। এটা আগে থেকেই ছিল রেষারেষিটা।‘’

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর দিকে অভিযোগের আঙুল তুলে শাহাদাত হোসেন যোগ করেন, ‘’যেহেতু ফার্স্টক্লাস ক্রিকেট বিসিবি থেকে হয়, এইটা কোনো ডিভিশনের খেলা না। এইটা বিসিবি থেকে মেইন্টেন করে। তো আমি সবসময় ওনাদের কাছে একটা কথা বলবো আপনারা নিজেরা দল করে দিবেন। কারণ আমি যখন আমাদের অধিনায়ক নাদিফ চৌধুরীকে জিজ্ঞাস করছিলাম, তখন সে আমাকে সরাসরি বলছে, ‘নান্নু ভাই তোকে রাখেনি।তারমানে কি আমি ক্রিকেট খেলবো না? আমার কি বয়স হয়ে গেছে? আমি কি অবসরে চলে যাবো?’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button