এবারের আইপিএল নিলামে দল পাওয়া ক্রিকেটারদের তালিকা

নিলামের দ্বিতীয় দিনেও দল পাননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে সাকিব দল না পেলেও মুস্তাফিজুর রহমানকে প্রথম দিনই দলে ভিড়িয়েছে দিল্লী ক্যাপিটালস। ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে আইপিএল মাতাবেন তিনি। সঙ্গী হিসেবে বাংলাদেশের বাঁহাতি এই পেসার পাচ্ছেন পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, চেতন সাকারিয়া, লুঙ্গি এনগিডি, টিম সেইফার্টদের। এক নজরে প্রত্যেক দলের স্কোয়াড-
চেন্নাই সুপার কিংস: রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, রুতুরাজ গায়কোয়াড, মঈন আলীনিলাম থেকে- রবিন উথাপ্পা, ডোয়েইন ব্রাভো, আম্বাথি রাইয়ুডু, দীপক চাহার, কে এম আসিফ, তুষার দেশপান্ডে, শিভাম দুবে, মাহেশ থিকসানা, রাজবর্ধন হাঙ্গারকেগার, সামারজিত সিং, ডেভন কনওয়ে, ডোয়াইন প্রিটোরিয়াস, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, শুবরানশু সেনাপতি, মুকেশ চৌধুরী, প্রশান্ত সোলাঙ্কি, হারি নিশান্ত, নারায়ন জাগদিশান, ক্রিস জর্ডান, ভগত ভর্মা।
কলকাতা নাইট রাইডার্স: সুনীল নারিন, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ারনিলাম থেকে- প্যাট কামিন্স, শ্রেয়াস আইয়ার, নিতিশ রানা, শুভাম মাভি, শেলডন জ্যাকসন, আজিঙ্কা রাহানে, রিঙ্কু সিং, অনুকুল রয়, রাশিক দার, বাবা ইন্দ্রজিত, চামিকা করুনারত্নেকে, অভিজিত তোমার, প্রথম সিং, অশোক শর্মা, স্যাম বিলিংস, অ্যালেক্স হেলস, টিম সাউদি, রমেশ কুমার, মোহাম্মদ নবী, উমেশ যাদব, আমান খান।
সানরাইজার্স হায়দরাবাদ: কেন উইলিয়ামসন, আব্দুল সামাদ, উমরান মালিকনিলাম থেকে- ওয়াশিংটন সুন্দর, নিকোলাস পুরান, থাঙ্গারাসু নাটারজন, ভুননেশ্বর কুমার, প্রিয়াম গার্গ, রাহুল ত্রিপাঠি, অভিষেক শর্মা, কার্তিক তিয়াগি, শ্রেয়াস গোপাল, এন জাগাদিশান সুচিত, এইডেন মার্করাম, মার্কো ইয়ানসেন, রোমারিও শেফার্ড, শন অ্যাবোট, আর সামার্থ, শশাঙ্ক সিং, সৌরভ দুবে, বিষ্ণু বিনোদ, গ্লেন ফিলিপ্স, ফজল হক ফারুকি।
মুম্বাই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহ, সূর্যকুমার যাদব, কাইরন পোলার্ডনিলাম থেকে- ইশান কিশান, ডেয়াল্ড ব্রেভিস, বাসিল থাম্পি, জয়দেব উনাদকাট, মায়াঙ্ক মারকান্ডে, সঞ্জয় যাদব, জফরা আর্চার, ড্যানিয়েল সামস, টায়মাল মিলস, টিম ডেভিড, রাইলি মেরেডিথ, আর্শাদ খান, আনমোলপ্রিত সিং, রমদীপ সিং, রাহুল বুদ্ধি, ঋত্তিক শওকিন, অর্জুন টেনডুলকার, অরুন জুয়াল, ফ্যাবিয়ান অ্যালেন।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, মোহাম্মদ সিরাজ,নিলাম থেকে- ফাফ ডু প্লেসি, হার্শাল প্যাটেল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দীনেশ কার্তিক, জশ হ্যাজেলউড, শাবাজ আহমেদ, আঞ্জু রাওয়াত, আকাশদিপ সিং, নপদীপ সাইনি, মাহিপাল লমরর, ফিন অ্যালেন, সারফানে রাদারফোর্ড, জেসন বেহরেনডর্ফ, সুয়াশ প্রভুদেশাই, চামা মিলিন্দ, তিলক ভর্মা, আনিশ্বর গৌতম, কর্ন শর্মা, সিদ্ধার্থ কউল, লাভনিথ সিসোডিয়া, ডেভিড উইলি।
দিল্লি ক্যাপিটাল: ঋশভ পান্ত, পৃথ্বী শ, অক্ষর প্যাটেল, এনরিক নরকিয়ানিলাম থেকে- ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, শার্দুল ঠাকুর, মুস্তাফিজুর রহমান, কুলদীপ যাদব, অশ্বিন হেব্বার, কামলেশ নাগারকটি, কেএস ভরত, মন্দীপ সিং, সৈয়দ খলিল আহমেদ, চেতন সাকারিয়া, লালিত যাদব, রিপাল পাটেল, ইয়াশ ধুল, রভম্যান পাওয়েল, প্রবীন দুবে, লুঙ্গি এনগিডি, টিম সেইফার্ট, ভিকি ওটসওয়াল।
রাজস্থান রয়্যালস: স্যাঞ্জু স্যামসন, জস বাটলার, ইয়াসভি জায়সাওয়ালনিলাম থেকে- রবিচন্দ্র অশ্বিন, ট্রেন্ট বোল্ট, শিমরন হেটমায়ার, দেবদূত পাডিকাল, প্রশিদ্ধ কৃষ্ণা, যুবেন্দ্র চহল, রিয়ান পারাগ, কেসি কারিয়াপ্পা, ওবেড ম্যাককয়, অনুনয় সিং, কুলদীপ সেন, করুন নায়ার, ধ্রুভ জুরেল, তেজাস বারকা, কুলদীপ যাদব, সৌরভ গারওয়াল, জেমস নিশাম, নাথান কুলটারনাইল, ভ্যান ডার ডুসেন, ড্যারলে মিচেল।
পাঞ্জাব কিংস: মায়াঙ্ক আগারওয়াল, আর্শদীপ সিংনিলাম থেকে- শিখর ধাওয়ান, কাগিসো রাবাদা, জনি বেয়ারস্টো, রাহুল চাহার, শাহরুখ খান, হারপ্রিত ব্রার, প্রবাসিমরান সিং, জিতেশ শর্মা, ইশান পুরেল, ইশান পোরেল, লিয়াম লিভিংস্টোন, ওডেন স্মিথ, সন্দীপ শর্মা, রাজ বাওয়া, রিশি ধাওয়ান, পিরাক মানকাড, ভয়ভব আরোরা, ঋত্তিক চেটার্জি, বালতেজ ধান্ধা, আঞ্চ প্যাটেল, নাথান এলিস, অথর্ব টাইডে, ভানুকা রাজাপাকশা, বেনি হওয়েল।
গুজরাট টাইটান্স: হার্দিক পান্ডিয়া, শুভমান গিল, রশিদ খাননিলাম থেকে- মোহাম্মদ শামি, জেসন রয়, লকি ফার্গুসন, অভিনভ সাদারাঙ্গানি, রাহুল তেওয়াতিয়া, নূর আহমেদ, আর সাই কিশোর, ডমিনিক ড্রেকস, বিজয় শঙ্কর, দর্শন নালকাড়ে, যশ দয়াল, আলজারি জোসেফ, প্রদীপ সাংওয়ান, ডেভিড মিলার, হৃদ্দিমান সাহা, ম্যাথু ওয়েড, গুরকিরাত সিং মান, বরুন অরুন, সাই সুদর্শন।
লক্ষ্ণৌ সুপার জায়ান্টস: লোকেশ রাহুল, রবি বিশ্নই, মার্কাস স্টয়নিসনিলাম থেকে- কুইন্টন ডি কক, মানিশ পান্ডে, জেসন হোল্ডার, দীপক হুদা, ক্রুনাল পান্ডিয়া, আভেষ খান, অংকিত রাজপুত, কৃষ্ণাপ্পা গৌতম, দুশ্মান্থ চামিরা, শাবাজ নাদিম, মনন বোহরা, মোহসিন খান, আয়ুশ বাদনি, কাইল মায়ার্স, করন শর্মা, এভিন লুইস, মায়াঙ্ক যাদব।