এনামুল-নাঈমদের জাতীয় দলের সুযোগ দেয়ার কথা বললেন মাশরাফি

একটা সময় জাতীয় দলের হয়ে নিয়মিত মাঠ মাতাতেন নাঈম ইসলাম-এনামুল হক বিজয়রা। সময়ের পরিবর্তনে জাতীয় দলের বাইরে রয়েছেন অভিজ্ঞ এই দুই ব্যাটার। তবে জাতীয় দলের হয়ে না খেলতে পারলেও ঘরোয়া ক্রিকেটের আসরগুলোতে ব্যাট হাতে নিয়মিতই পারফর্ম করে যাচ্ছেন তারা।
সর্বশেষ বিপিএলে ব্যাট হাতে চমক দেখিয়েছেন এনামুল হক বিজয়। সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন ডিপিএলেও। অন্যদিকে নাঈম ইসলাম বিপিএলে ব্যাট হাতে সফলতা দেখাতে না পারলেও ডিপিএলে একের পর এক শতক হাঁকিয়ে জানান দিচ্ছেন নিজের অভিজ্ঞতার। ৯০ এর বেশি গড়ে ব্যাটিং করে যাওয়া নাঈম ইসলাম এখন জাতীয় দলে ফিরতেও মরিয়া হয়েই আছেন নিজেকে নতুন করে প্রমাণ করে।
জাতীয় দলের বাইরে থাকা অভিজ্ঞ এই দুই ব্যাটারকে আবারও জাতীয় দলের জার্সিতে দেখতে চান সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। জাতীয় দলে ফেরার ক্ষেত্রে বয়সকে খুব বেশি গুরুত্বপূর্ন বলেও মনে করেন না লড়াইল এক্সপ্রেস।
মাশরাফির ভাষ্য, ‘’এটা তো ঘরোয়া ক্রিকেটের শীর্ষ টুর্নামেন্ট। এখানকার পারফরম্যান্স আমলে না নেওয়ার সুযোগ নেই। যারা পারফর্ম করছে ওদের মূল্যায়ন করা না হলে অন্যরাও প্রেরণা পাবে না। আমি নিশ্চিত, নির্বাচক-কোচরা ভাবছেন।‘’
জাতীয় দলের হয়ে টেস্ট ফরম্যাটে নাঈমকে ফেরানোর পাশাপাশি এনামুল হক বিজয়কে তিন ফরম্যাটের জন্যই স্কোয়াডে দেখতে চান বলে জানিয়েছেন মাশরাফি। নির্বাচকদের নজরে রয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটাররা এমনটাও ধারনা মাশরাফির।
তিনি যোগ করেন, ‘’বয়স কোনো বিষয় নয়। বয়সের কারণে নাঈম হয়ত একটু ব্যাকফুটে আছে। কিন্তু টেস্টে কেন নয়? ওর অভিজ্ঞতাও আছে। তাদের সুযোগ নেই এমন নয়। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সুযোগ না থাকলেও টেস্টে ওর ভালো সম্ভাবনা আছে। বিজয়কে যেকোনো ফরম্যাটেই দেখা যেতে পারে, যেভাবে রান করছে। আমি তো মনে করি ওরা রাডারে আছে। ওদের কাজ পারফর্ম করা, করছে। আল্লাহ সহায় হলে অবশ্যই দলে আসবে।‘’