বাংলাদেশ ক্রিকেট

এটা ব্যাটিং ব্যর্থতা ছাড়া কিছুই না: মুমিনুল হক

ডারবানের উইকেট স্পিনারদের পক্ষে কথা বলবে এমনটা সিরিজের প্রথম টেস্ট শুরু হবার আগে আভাস দিয়েছিলেন টাইগারদের পেস বোলিং কোচের দায়িত্ব থাকা অ্যালান ডোনাল্ড। তবে স্পিনাররা ঠিক কতটা রাজত্ব করবে ম্যাচে তা হয়ত ধারণার বাইরে ছিল তার ও বাংলাদেশ দলের।

প্রোটিয়াদের বেধে দেয়া ২৭৪ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে খেলতে নামা টাইগাররা গুটিয়ে গেছে মাত্র ৫৩ রানে। যেখানে স্পিনার কেশব মহারাজ একাই দখলে নিয়েছেন ৭টি উইকেট।

নিজেদের মাটিতে বাংলাদেশ দল স্পিনারদের মোকাবেলায় পারদর্শী হয়ে ওঠার পর বিদেশের মাটিতে স্পিনারদের বিপক্ষেই এমন বেহাল দশা কিছুতেই মেনে নিতে পারছেন না টাইগারদের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। প্রোটিয়াদের স্পিনে কাবু হয়ে একের পর এক উইকেট বিলিয়ে দেয়াকে ব্যাটিং ব্যর্থতা হিসেবেই চিহ্নিত করেছেন মুমিনুল।

ডারবান টেস্ট শেষে মুমিনুল বলেন, ‘’আমার মনে হয় বিদেশে এসে স্পিনারদের উইকেট দেওয়া বিরাট বড় ক্রাইম। বিদেশে এসে আপনি স্পিনারদের উইকেট দিতে পারবেন না। এই কারণে দায়টা আমারই বেশি। বিদেশে এসে স্পিনারদের কোনোভাবেই উইকেট দেওয়া যাবে না। অবশ্যই এটা ব্যটিং ব্যর্থতা ছাড়া আর কিছুই না।‘’

বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতেই টেস্ট ম্যাচ জয়ের পর যেন নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে বাংলাদেশ দল। প্রোটিয়াদের বিপক্ষে তাদের মাটিতে প্রথম টেস্টের পথম ইনিংসেও লড়াই করার আভাস দিয়েছিল মুমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

বিদেশের মাটিতে টাইগাররা সফলতা ইতোমধ্যেই পেতে শুরু করেছে তার সর্বশেষ উদাহরণ হল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়। দলের বর্তমান অবস্থার আরও পরিবর্তন ঘটে বিদেশের মাটিতে নিয়মিত দল জয়ের দেখা পাবে বলেও আশা প্রকাশ করেছেন টাইগারদের টেস্ট অধিনায়ক।

তিনি যোগ করেন, ‘’একটা সময় তো পরিবর্তন হতেই হবে। কারও না কারও হাত তুলতেই হতো। বিদেশে গিয়ে আমরা জিতব এটার ব্যাপারে আমরা এখন সিরিয়াস। এটা অবশ্যই পজিটিভ সাইন।‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button