বাংলাদেশ ক্রিকেট

ইমরুল কায়েসের জন্য জাতীয় দলে জায়গা দেখছেন না পাপন

লম্বা সময় ধরে টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলের হয়ে খেলছেন না তামিম ইকবাল। ইনজুরিতে পড়ার পর সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ছিলেন না তামিম। তার পরিবর্তে ওপেনিং পজিশনে যাদেরকেই বাছাই করছে নির্বাচক প্যানেল তারাও সুবিধা করতে পারছেন না। ফলাফল, টপ অর্ডারে টানা ভরাডুবি।

এই অবস্থার উত্তরণ ঘটাতে তামিম ইকবাল এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন অভিজ্ঞ ইমরুল কায়েসকে আবারও টপ অর্ডারে জায়গা দেয়া যায় কিনা তা যেন বিবেচনা করে বোর্ড। তবে তামিমের সাথে কিছুটা দ্বিমত পোষণ করেছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

জাতীয় দলে ফিরতে হলে পারফর্ম করেই কায়েসকে ফিরতে হবে এমনটা জানিয়ে পাপন বলেন, ‘’এতদিন ধরে ইমরুলকে ছাড়া খেলছে, কোনোদিন এই কথা বলেনি। বিশ্বকাপে পারফরম্যান্স খারাপ হওয়ার পরই শুনছি এসব। এখানে ওয়ানডেও ছিল না। এর আগে কখনও বলেনি। এখন অনেকে অনেক কথা বলছে। ওয়ানডে অধিনায়ক চাইলেই তো হবে না। পারফরম্যান্স করতে হবে তো। আমি আপনাকে আরও অনেক নাম বলতে পারি যারা বেশ জনপ্রিয় ছিল এবং তাদের আনার কথা বলছে অনেকে। এটা তো আমরা বলতে পারব না।‘’

শুধু অধিনায়ক নয়, নির্বাচক প্যানেক ও কোচের নজরে আসতে হলেও পারফরম্যান্সের বিকল্প নেই বলে মনে করেন বিসিবি প্রেসিডেন্ট। পাপনের ভাষ্য, ‘’সিলেকশনের ব্যাপার আছে, কোচ-অধিনায়কের ব্যাপার আছে। কিন্তু আসতে হলে আগে কিছু তো পারফর্ম করতে হবে। কেউ পারফর্ম করলে অটোমেটিক আসবে। পারফর্ম না করলে যতই বলুক কোনো লাভ হবে বলে আমার মনে হয় না।‘’

‘’আমি নিজে ইমরুলের সাথে কথা বলেছি। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। ও কোথায় খেলবে? ঘরোয়া ক্রিকেটে নাকি চার নম্বরে ব্যাট করে। তামিম কি তাকে মুশফিকের জায়গায় খেলাবে? তার মানে মুশফিককে সরাবে? এরকম কোনো কথা আমি জানি না। তামিম তার পরিকল্পনা জানাতে পারে। কোচ, নির্বাচক, অপারেশন্স বিভাগকে বলতে পারে। মিডিয়াকে এসব বলে কোনো লাভ নেই।‘’- যোগ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button