আন্তর্জাতিক

ইউনুস খানের চোখে বাবরের চেয়ে এগিয়ে অধিনায়ক রোহিত

পাকিস্তানের সাবেক অধিনায়ক ইউনুস খান রোহিত শর্মাকে বাবর আজমের চেয়ে ভালো অধিনায়ক হিসেবে মূল্যায়ন করেছেন। অভিজ্ঞতার কারণেই ভারতীয় কাপ্তান রোহিতকে এগিয়ে রেখেছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার।

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ব্যর্থতার পরই দায়িত্ব পান রোহিত। তার অধীনে ভারত দেশে-বিদেশে ভালো সাফল্য পাচ্ছে। ঘরের মাঠে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কাকে হারানোর পাশাপাশি ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতেও হারায়।

টেস্টে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ইউনুস খান সোজা সাপ্টা জানিয়ে দিলেন এই মুহূর্তে অধিনায়কত্বের দিক থেকে বাবরের চেয়ে রোহিতই এগিয়ে। অন্তত ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টিতে।

ইংরেজি সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফকে ইউনুস বলেন, ‘আমরা সবাই জানি রোহিত ও বাবর নিজ নিজ দলের জন্য রান করায় কতটা গুরুত্বপূর্ণ। নিজেদের পারফরম্যান্স দিয়ে দলকে টেনে নেওয়ার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।’

‘কিন্তু যখন ব্যাপারটা অধিনায়কত্বের তখন রোহিত অনেক এগিয়ে থাকবে। কারণ সে দীর্ঘ দিন ভারত জাতোয় দলের সিনিয়র সদস্য হয়ে খেলছে আর ক্যারিয়ারে বেশ কয়েকজন ভালো অধিনায়কের অধীনে থেকে শিখেছে। সুতরাং অভিজ্ঞতা রোহিতকে এগিয়ে দিচ্ছে।’

২০২১ সালে ভারত জাতীয় দলের দায়িত্ব পেলেও রোহিত নিজেকে প্রমাণ করেন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সকে পাঁচ বার শিরোপা জিতিয়ে। সম্প্রতি সে টানা ১৪ টি-টোয়েন্টি জেতা অধিনায়ক হিসেবে নাম লিখিয়েছে।

আগামীকাল (২৮ আগস্ট) এবারের এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে দুবাইতে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। দুই দলের শেষ বার লড়াই হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে। যেখানে ১০ উইকেটের বড় ব্যবধানে জিতেছিল পাকিস্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button