আমি ব্যক্তিগতভাবে ডিআরএস থাকলে অবশ্যই খুশি হতাম: তামিম

বিপিএলের অষ্টম আসর শুরুর আগেই খানিকটা সমালোচনার মুখে পড়তে হয়েছে আয়োজক কমিটিকে। নানা আলোচনার মধ্য দিয়ে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) আনতে না পারার কারনে মাঠে আম্পায়ারদের উপরেই ন্যস্ত হচ্ছে সিদ্ধান্তের দায়িত্ব। তবে বর্তমান সময়ে এসে টুর্নামেন্টের আয়োজক কমিটির এমন ব্যর্থতার কারনে উঠেছে নানা প্রশ্ন।
এদিকে বিপিএলকে কেন্দ্র করে ইতোমধ্যেই দলগুলোতে যোগ দিতে শুরু করেছেন ক্রিকেটাররা। সোমবার (১৭ জানুয়ারি) মিরপুরে অনুশীলন শেষে বিপিএলের নেতিবাচক দিক নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করায় চটেছেন তামিম ইকবাল। তার মতে নেতিবাচকতা পেছনে ফেলে সামনের দিকেই এগিয়ে যেতে হবে।
তামিনের ভাষ্য, ‘’আমার উত্তরটা আপনারা ইতিবাচকভাবে নেবেন। আমি এখানে বসার পর থেকে প্রথম ৬–৭টা প্রশ্ন হয়েছে, সবই নেতিবাচক। একটাও ইতিবাচক কথা নেই। দল কেন এরকম, ডিআরএস নেই, আম্পায়ারিং এই করবে সেই করবে…’’
কোভিড পরিস্থিতির কারনে অনেকটা জটিলতার মধ্য দিয়ে গিয়েই আয়োজিত হচ্ছে বিপিএলের অষ্টম আসর। ক্রিকেটারদের বায়ো বাবলে রেখে টুর্নামেন্ট আয়োজন করাটা প্রশংসা করার মত বলে মনে করেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক।
তামিম আরও বলেন, ‘’দেখুন, ঘাটতি অবশ্যই থাকবে। সব জায়গায়ই ঘাটতি থাকে। কোন পরিস্থিতিতে এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে এটা বুঝতে হবে। পিএসএলও একই সময়ে হচ্ছে। তারপরও যে টুর্নামেন্টটা হচ্ছে, এটার প্রশংসা করা উচিৎ।‘’
ডিআরএস থাকলে তামিম নিজেও খুশি হতেন জানিয়ে যোগ করেন, ‘’ডিআরএস তো গত বিপিএলগুলোতে ছিল। আমি নিশ্চিত এবার কোনো না কোনো কারণে ডিআরএস নেই। আমি ব্যক্তিগতভাবে ডিআরএস থাকলে অবশ্যই খুশি হতাম, কারণ কোনো ডিসমিসালে আমি আউট না হয়ে থাকলে সেখানে আমার সুযোগ হাতছাড়া হয়ে যাবে। এটা নিয়ে আমরা শুধু নেতিবাচক কথা বলব এর পক্ষে আমি না।‘’
‘’আমার কাছে মনে হয় এই টুর্নামেন্টের অনেক ইতিবাচক দিক আছে। সামনে টি–টোয়েন্টি বিশ্বকাপ আছে, এখান থেকে এক–দুইটা খেলোয়াড় বাংলাদেশ পেয়ে যেতে পারে। খারাপ আমরা সবসময় খুঁজে বের করতে পারবো। আসুন সেদিকে নজর না দেই। ভালো যা কিছু পাব তাতে মনোযোগ দেওয়া যাক। নেতিবাচক চিন্তা করলে আপনি সারাদিন বলতে পারবেন। তাই ইতিবাচক থাকা উচিৎ।‘’