আন্তর্জাতিক ক্রিকেট

আমিরাত নয় আফ্রিদির আপাতত ঠিকানা লন্ডন

পাকিস্তানের স্ট্রাইক পেসার শাহীন শাহ আফ্রিদি চোটের কারণে মিস করছেন সংযুক্ত আরব আমিরাতে চলমান এশিয়া কাপ। পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে দিন কয়েকের জন্য লন্ডনে পাড়ি জমালেন এই বাঁহাতি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এমনটাই জানিয়েছে।

লিগামেন্ট ইনজুরিতে পড়ে শুধু এশিয়া কাপ নয় ইংল্যান্ডের বিপক্ষে ৭ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজেও দেখা যাবে না দেশটির বর্তমান সময়ের অন্যতম সেরা এই পেসারকে। পিসিবির তত্বাবধানে লন্ডনে অবস্থানকালে ডাক্তার ইমতিয়াজ আহমেদ ও জাফর ইকবালের অধীনে চিকিৎসা চলবে আফ্রিদির।

২০১৬ সাল থেকে ডাক্তার ইমতিয়াজ কুইন্স পার্ক রেঞ্জার্স ফুটবল ক্লাবের মেডিক্যাল বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। যেখানে ডাক্তার জাফর ইকবাল ক্রিস্টাল প্যালেস ফুটবল ক্লাবের সাথে ২০১৫ সাল থেকে যুক্ত আছেন। এর আগে কাজ করেছেন টটেনহা, হটস্পার এফসি, লিভারভুল এফসি ও কেন্ট কাউন্টি ক্রিকেট ক্লাবের সাথে।

পিসিবির প্রধান মেডিক্যাল কর্মকর্তা ডাক্তার নাজেবুল্লাহ সুমরো বলেন, ‘শাহীহ শাহ আফ্রিদির নিরবচ্ছিন্ন, নিবেদিত হাঁটু বিশেষজ্ঞের যত্ন প্রয়োজন এবং লন্ডন বিশ্বের সেরা ক্রীড়া চিকিৎসা ও পুনর্বাসন সুবিধা প্রদান করে। ক্রিকেটারের সর্বোত্তম স্বার্থে আমরা তাকে সেখানে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি।’

‘লন্ডন থেকে তার চিকিৎসার অগ্রগিতি সমপর্কে প্রতিদিন আমরা প্রতিক্রিয়া পাবো এবং আমরা বিশ্বাস করি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শাহীন সম্পূর্ণ ফিট হয়ে উঠবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button