
বিসিবির অপারেশন্স কমিটির প্রধানের পদ থেকে অব্যাহতি নিচ্ছেন আকরাম খান এমন গুঞ্জন ওঠার পর আকরাম খান নিজেই জানিয়েছিলেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সাথে কথা বলার পর চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন তিনি। অবশেষে আকরাম খানের পদত্যাগ নিয়ে বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন বোর্ডের অবস্থান পরিস্কার করেছেন।
আকরাম খানের সরে যাওয়ার পেছনে কারণ হিসেবে তিনি নিজেই জানিয়েছেন পরিবারকে সময় দেয়ার কথা। দীর্ঘ সময় বোর্ডের গুরুত্বপূর্ন দায়িত্বে থাকার পর সাবেক এই অধিনায়কের দায়িত্ব নিয়েও প্রশ্ন উঠেছে নানা সময়। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও আকরাম খানের দলের সাথে থাকার কথা থাকলেও আলাদা হোটেলে থাকার কারনে তাকে পড়তে হয়েছিল সমালোচনায়।
এদিকে আকরাম খানের পদত্যাগ সম্পর্কে জানাতে গিয়ে বিসিবি প্রেসিডেন্ট জানিয়েছেন নির্দিষ্ট সময়ের পর আকরাম খানের দায়িত্ব ছাড়তে হত স্বাভাবিক নিয়মেই। পাপন বলেন, ‘’এখানটায় আমার মনে হয় কমিউনিকেশন গ্যাপ আছে। প্রথম কথা হচ্ছে আমরা এখনো কমিটি কাউকে দেইনি। কাজেই এটা ছাড়বে কীভাবে? আর যেটাতে ছিল ওটা তো শেষ। শেষ হওয়ার পর আবার ছাড়া যায় নাকি। অন্তর্বতীকালীন দায়িত্ব হিসেবে আকরাম চালিয়ে যাচ্ছে।‘’
অপারেশন্স কমিটির পদ থেকে সরে গেলেও অন্য কোনো জায়গায় থাকার ইচ্ছা পোষণ করেছিলেন আকরাম খান। তবে তাও সম্পূর্ণ নির্ভর করছিল বোর্ড প্রেসিডেন্টের উপর এমনটা জানিয়েছেন পাপন নিজেই।
তিনি যোগ করেন, ‘’আমি গণমাধ্যমে দেখে ভেবেছিলাম বোধহয় এই সময়টায় ও থাকতে চাচ্ছে না। সে বলেছে অন্য কোনোটায় দিলে তার আপত্তি নেই। তারপর বলেছে আপনি যেটা বলবেন সেটাই চূড়ান্ত।‘’
বিসিবির যে পরিচালনা পর্ষদ রয়েছে সেই পর্ষদের বিভিন্ন পদে রদবদল আসতে যাচ্ছে নতুন করে। আগামী ২৪ ডিসেম্বর নতুন কাউকে বসানো হতে পারে অপারেশন্স কমিটির চেয়ারম্যানের পদে এমন আভাসও মিলেছে বিসিবি প্রেসিডেন্টের কথায়।
তিনি যোগ করেন, ‘’ছেড়ে দেওয়াটা বড় কথা না। কাকে দিব এটা হলো বড় কথা। এমন একজনকে দিতে হবে যে এটা করতে পারবে এবং করতে চায়।’’