বাংলাদেশ ক্রিকেট

আইসিসির নিয়ম ভেঙে জরিমানার কবলে বাংলাদেশ দল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে হারের সাথে আরও একটি দুঃসংবাদ পেল বাংলাদেশ। ওই ম্যাচ হারার পর এবার জরিমানার কবলে পড়েছে টাইগাররা।

ডমিনিকায় অনুষ্ঠিত হওয়া সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দল ক্যারিবিয়ানদের বিপক্ষে ম্যাচ হেরে বসে। হারের পর জরিমানার মুখে পড়া মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন টাইগাররা ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে।

দ্বিতীয় ম্যাচে আইসিসির নিয়ম ভঙ্গ করে নির্ধারিত সময়ের পর এক ওভার বল করেছে বাংলাদেশ দল। অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারায় ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে টাইগারদের।

দ্বিতীয় ম্যাচে আম্পায়ারের দায়িত্বে থাকা লেসলি রেইফার জুনিয়র ও নাইজেল দুগুইদ সহ তৃতীয় ও চতুর্থ আম্পায়ার ম্যাচ রেফারির কাছে বাংলাদেশ দলের জরিমানার আবেদন করেন। যার ভিত্তিতেই জরিমানা করা হয়েছে বাংলাদেশ দলকে।

এদিকে টাইগারদের জরিমানা করার পর অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ অভিযোগ প্রাথমিকভাবে স্বীকার করে নেয়ায় পরবর্তিতে কোনো শুনানি করার প্রয়োজন হয়নি।

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। ওই ম্যাচে কার্টেল ওভারে খেলা চালিয়ে নেয়ার চেষ্টা চালানো হলেও বাংলাদেশের ব্যাটিং করার পর ওয়েস্ট ইন্ডিজ দল ব্যাটিং করার আগেই ম্যাচ বাতিল করা হয়।

অন্যদিকে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বেধে দেয়া ১৯৪ রানের পাহাড়সম লক্ষ্যে খেলতে নামা টাইগাররা ম্যাচ এরেছিল ৩৫ রানের ব্যবধানে। ফলে সিরিজে স্বাগতিকরা এখন এগিয়ে আছে ১-০ ব্যবধানে। সংক্ষিপ্ত ফরম্যাটের এই সিরিজের শেষ ম্যাচে টাইগাররা ক্যারিবিয়ানদের বিপক্ষে মাঠে নামবে আগামীকাল (৭ জুলাই)।

টি-টোয়েন্টি সিরিজ শেষে দুই দল মুখোমুখি হবে ওয়ানডে সিরিজে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবার কথা রয়েছে ১০, ১৩ এবং ১৬ জুলাই। এই তিনটি ওয়ানডে ম্যাচ ওয়ানডে সুপার লিগের অংশ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button