আইপিএলক্রিকেট ফ্যাক্ট

আইপিএল নিয়ে বিতর্তিক মন্তব্য করেছেন যে ৫ ক্রিকেটার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) বিশ্বের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর মধ্যে অন্যতম সেরা একটি টুর্নামেন্ট তা আর বলার অপেক্ষা রাখে না। বিশ্বের সব তারকা ক্রিকেটারদের মিলনমেলায় পরিণত হওয়া এই টুর্নামেন্ট দিন দিন আরও জৌলুস বাড়িয়ে যাচ্ছে ক্রিকেটের।

তবে এই টুর্নামেন্ট নিয়ে বিতর্কও কম দেখা দেয়নি। আইপিএল খেলা ক্রিকেটাররাই এই টুর্নামেন্ট নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বেশ কয়েকবার। এবার দেখে নেয়া যাক আইপিএল নিয়ে এমনই ৫টি বিতর্কিত মন্তব্য করেছিলেন যে ক্রিকেটাররা।

১। ডেল স্টেইন

দক্ষিণ আফ্রিকার গতি তারকা ডেল স্টেইন আইপিএল খেলে যাচ্ছেন বেশ আগে থেকেই। ডেকান চার্জার্স, সানরাইজার্স হায়দ্রাবাদ, গুজরাট লায়ন্স কিংবা রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালোরের হয়ে খেলা এই পেসার সম্প্রতি আইপিএল নিয়ে বিরুপ মন্তব্য করে বসেন। পাকিস্তান সুপার লিগে খেলার সময় ডেল স্টেইন জানান আইপিএলে ক্রিকেট খেলার চেয়ে ব্যবসাকে প্রাধান্য দেয়া হয়ে থাকে। এরপর বিতর্ক শুরু হলে শেষ পর্যন্ত স্টেইন ক্ষমা চেয়ে জানান তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

২। ক্রিস গেইল

২০১৮ সালে আইপিএল নিলামে ক্রিস গেইল কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে মাঠ মাতান। তবে এর আগে নিলামে প্রথমবার তার নাম তোলা হলে কোনো দলই তাকে কিনতে আগ্রহ দেখায়নি। এরপর গেইল জানিয়েছিলেন পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজি তাকে প্রথমে ধরে রাখার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু পরে তাকে নিলামের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছিল। অবশ্য পরবর্তিতে ভিত্তিমূল্য দিয়েই গেইলকে দলে নিয়েছিল প্রীতি জিনতার কিংস ইলেভেন পাঞ্জাব (বর্তমানে পাঞ্জাব কিংস)।

৩। শেন ওয়াটসন

ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে রাজস্থান রয়্যালস ২ বছর নিষেধাজ্ঞায় থাকার কারনে ২০১৬-২০১৭ আসরে রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালোরের হয়ে মাঠে নেমেছিলেন সাবেক অজি অলরাউন্ডার শেন ওয়াটসন। নিলাম থেকে এই অলরাউন্ডারকে দলে নেয়ার সময় বেঙ্গালোর ফ্র্যাঞ্চাইজি জানিয়েছিল ওয়াটসনের সাথে তাদের আত্মা ও আবেগের সম্পর্ক রয়েছে। তবে ওয়াটসনকে ওই আসরে ব্রাত্য থাকতে দেখা গিয়েছিল একাদশে। ফলে এই অজি অলরাউন্ডার মন্তব্য করেন, বেঙ্গালোর ফ্র্যাঞ্চাইজি তার সাথে যেভাবে আবেগের সম্পর্কের কথা জানিয়েছিল তা ছিল ভুল। অন্য কর্পোরেট কোম্পানিগুলোর মতই ছিল এই ফ্র্যাঞ্চাইজির মালিকরা। ওয়াটসনের সাথে কোনো সংবেদনশীল আচরণ করেনি ওই ফ্র্যাঞ্চাইজি এমন মন্তব্যও করেছেন তিনি।

৪। বেন ডাকেট

২০১৮ সালের আইপিএল আসরে রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালরের জার্সিতে মাঠে নেমেছিলেন ইংলিশ ব্যাটসম্যান বেন ডাকেট। বিরাট কোহলি, ব্রেন্ডন ম্যাককালাম, এবি ডি ভিলিয়ার্সদের নিয়ে গড়া বেঙ্গালোর এখন পর্যন্ত শিরোপার স্বাদ না পাওয়ায় ডাকেট বেঙ্গালোর দলকে ‘জোক’ (রসিকতা) বলেন। তবে এরপরই সমালোচনার মুখে পড়েছিলেন এই ইংলিশ ক্রিকেটার। ক্রমশ বেঙ্গালোর ভক্তদের তোপের মুখে পড়ার পর এক টুইট বার্তায় ডাকেট জানিয়েছিলেন তিনি ‘জোক’ শব্দটি ব্যবহার করেছিলেন ইতিবাচক হিসেবে। বিশেষ করে এত বড় বড় তারকাদের নিয়ে জিততে না পারার কারনে ইতিবাচকভাবেই জোক বলেছিলেন। তার দাবি, তার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছিল।

৫। আব্দুল রাজ্জাক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সাথে পাকিস্তান সুপার লিগের তুলনা বেশ আগে থেকেই চলে আসছে। ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ ক্রিকেট ভক্তদের মধ্যে আইপিএল ও পিএসএল নিয়ে মাতামাতি কম চলে না। তবে ক্রিকেট ভক্তদের থেকে বেশি আলোচনায় থাকেন ক্রিকেটার কিংবা ক্রিকেট বিশ্লেষকরা।

সাবেক পাকিস্তানি ক্রিকেটার আব্দুল রাজ্জাক পিএসএলের ২০২০ আসর চলাকালে মন্তব্য করে বসেন পিএসএলের সেরা একটি দলের সাথে আইপিএলের সেরা দল কখনোই ম্যাচ জিততে পারবে না। এমন মন্তব্যের পর অবশ্য ভারতীয় ক্রিকেটভক্তদের তোপের মুখে পড়তে হয়েছিল রাজ্জাককে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button