আইপিএলফ্র্যাঞ্চাইজি লীগ

আইপিএলে নতুন দল পেলেন মুস্তাফিজ

২০১৬ সালে আসর দিয়ে আইপিএলে অভিষেক হয় মুস্তাফিজ রহমান এর । ১ কোটি ৪০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল হায়দরাবাদ। দুর্দান্ত বোলিংয়ে প্রথম আসরেই বাজিমাত করে হায়দরাবাদকে শিরোপা জেতাতে অবদান রেখেছিলেন
কাটার মাস্টার বাঁহাতি এই পেসার বোলার। ১৭ উইকেট নিয়ে সেই আসরের ‘ইমার্জিং প্লেয়ার অব দা টুর্নামেন্ট’ স্বীকৃতি অর্জন করেছিলেন বা হাতি মুস্তাফিজ রহমান।

এরপর মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতেও আইপিএল মাতিয়েছেন বাঁহাতি এই পেসার। আইপিএলের সর্বশেষ আসরে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন তিনি। স্লোয়ার, কাটারে দারুণ বোলিং করেছিলেন মুস্তাফিজ রহমান। যেখানে মুস্তাফিজ ১৪ ম্যাচে নিয়েছিলেন ১৪ টি উইকেট।

এবারের নিলামের জন্য ঘোষিত চূড়ান্ত তালিকায় আছেন বাংলাদেশের ৫ জন লিটন দাস, তাসকিন আহমেদ শরিফুল ইসলাম, ক্রিকেটার। অনুমিতভাবেই তালিকায় আছেন তারকা সাকিব আল হাসান, পেসার মুস্তাফিজুর রহমান, যারা বিগত আসরগুলোতে নিয়মিতভাবে খেলেছেন। সাকিব ও মুস্তাফিজের ভিত্তিমূল্য ২ কোটি রুপি। যদিও নিলামে দল পাননি সাকিব আল হাসান। তৃতীয় সেটে নাম উঠলেও অবিক্রিত থেকে গেছেন তিনি।

ভিত্তিমূল্যেই মোস্তাফিজকে কিনে নিলো দিল্লি। ২ কোটি রুপিতে তাকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। অন্য কোনো দল তেমন আগ্রহ প্রকাশ না করায় ভিত্তি মূল্যেই মুস্তাফিজকে পেয়েছে দিল্লি। পেসারদের সেট শুরু হওয়ার বাংলাদেশের সমর্থকদের অধীর আগ্রহ। মোস্তাফিজুর রহমানের নাম ওঠে কখন! একে একে সব পেসারের নাম ডাকা শেষে উঠলো মোস্তাফিজের নাম।

দিল্লি ক্যাপিটালসই কেবল ভিত্তিমূল্যে মোস্তাফিজকে কেনার আগ্রহ প্রকাশ করলো। আর কোনো ফ্রাঞ্চাইজিই তেমন আগ্রহ প্রকাশ করলো না। শেষ পর্যন্ত ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে নিলো দিল্লি ক্যাপিটালসই।

-আব্দুর রহমান, টাইগারক্রিক ডেস্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button