আইপিএলফ্র্যাঞ্চাইজি লীগ

আইপিএলের প্লে অফে কে কার মুখোমুখি হচ্ছে

চূড়ান্ত হয়েছে আইপিএলের এবারের আসরের প্লে অফের লাইনআপ। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে হেরে যাওয়ায় ছিটকে যেতে হয়েছে দিল্লী ক্যাপিটাসকে। জিততে পারলেই নিশ্চিত হবে প্লে অফের টিকিট আর হারলে বাদ পড়তে হবে, এওন সমীকরণ নিয়ে মাঠে নেমেছিল দিল্লী। তবে প্রতিপক্ষ মুম্বাইর বিদায় আগেই নিশ্চিত হয়ে গেলেও দিল্লীকে হারিয়ে তাদেরকেও ছিটকে দিয়েছে টুর্নামেন্ট থেকে। মুম্বাই ইন্ডিয়ান্সের জয়ের কারণে চতুর্থ দল হিসেবে প্লে অফ নিশ্চিত হয়েছে রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালোরের।

এবারের আসরে সর্বপ্রথম প্লে অফ নিশ্চিত হয় গুজরাট টাইটান্সের। শুরু থেকেই দুর্দান্ত ফর্মে থাকা গুজরাট প্রথম রাউন্ডে নিজেদের ১৪ ম্যাচের মধ্যে ১০টিতে জয়লাভ করেছে। ফলে ২০ পয়েন্ট নিয়ে সর্বপ্রথম দল হিসেবেই প্লে অফ নিশ্চিত হয় তাদের।

পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করা গুজরাট প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে টেবিলের দুই নম্বরে থাকা রাজস্থান রয়্যালস। ১৪ ম্যাচে ৯টিতে জয়লাভ করা রাজস্থান রয়্যালস ১৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে থেকেই প্লে অফ নিশ্চিত করেছে। ফলে শীর্ষ দুই দলের লড়াই অনুষ্ঠিত হবে আগামী ২৪ মে। এই দুই দল থেকে যে দল জয়লাভ করবে তারা চলে যাবে ফাইনালে। আর যারা হেরে যাবে তাদেরও সুযোগ রয়েছে। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে জিততে পারলে সম্ভব হবে ফাইনালে যাওয়া।

অন্যদিকে টেবিলের তিন ও চার নম্বরে রয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস এবং রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালোর। এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। এই ম্যাচে যে দল হারবে তাদেরকে বাদ পড়তে হবে। বিপরীতে যারা জিতবে তাদের জন্য পথ খোলা থাকবে ফাইনালের। এই ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৫ মে।

এলিমিনেটর ম্যাচে জয়ী দল মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ার পর্বে যে দল হারবে তাদের বিপক্ষে। দ্বিতীয় কোয়ালিফায়ারের মধ্য দিয়েই নির্ধারিত হবে ফাইনালের অপর দল। আইপিএলের এবারের আসরের ফাইনাল ম্যাচ মাঠে গড়ানোর কথা রয়েছে ২৯ মে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button