আন্তর্জাতিক

অসময়ে ভুল শট, শাস্ত্রী-আকরামদের সমালোচনার তোপে পান্ট

সাবেক ক্রিকেটার রবি শাস্ত্রী, ওয়াসিম আকরাম ও গৌতম গম্ভবীর সমালোচনা করেছেন এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে রিশাব পান্টের শট নির্বাচনের। ৫ উইকেটে ভারতের হারা ম্যাচে এই উইকেট রক্ষকের আউট হওয়া শটটি ছিল বিশেষজ্ঞদের চোখে দুর্বল।

রিভার্স সুইপ খেলার চেষ্টায় শাদাব খানের গুগলিতে পরাস্ত হয়ে আউট হন পান্ট। পয়েন্টের দিকে খেলতে চেয়ে আসিফ আলির হাতে ধরা পড়েন। এই শটকে খানিক তুচ্ছ বলেই আখ্যা দিলেন শাস্ত্রী, আকরামরা। তাদের মতে বলের মেধা বিচার না করে আগে থেকেই ভেবে রাখা শট খেলতে গিয়েই নিজের বিপদ ডেকে আনেন পান্ট।

সম্প্রচারকারী চ্যানেলে ভারতের সাবেক ওপেনার গম্ভীর এ নিয়ে বলেন, ‘আমি নিশ্চিত শটটা খেলার পর রিশাব নিজেও হতাশ। অনায়াসে লং অন বা ডিপ মিড উইকেটের উপর দিয়ে শট খেলতে পারত। ওটাই ওর শক্তি। রিভার্স সুইপ মোটেই ওর অস্ত্র নয়। কোনও মানে নেই ওই ধরনের শট খেলার।’

পান্ট আউট হন ১৪তম ওভারে (১২ বলে ১৪ রান করে), ইনিংসের ঐ সময় তার রিভার্স সুইপ খেলার পক্ষে নন পাকিস্তানের কিংবদন্তী পেসার ওয়াসিম আকরাম।

তিনি বলেন, ‘বিশেষ করে খেলার এই পর্যায়ে এম শট খেলার কোনো প্রয়োজন ছিল না। আমি জানি সে টেস্ট ক্রিকেটেও এই শট খেলে। আমি জানি সে বিশ্ব ক্রিকেটের শীর্ষ খেলোয়াড়দের একজন কিন্তু ইনিংসের এই পর্যায়ে এই শটের প্রয়োজন ছিল না।’

ভারতের ১৮১ রানের পুঁজি পাওয়ার পথে রোহিত শর্মা ও লোকেশ রাহুলের ৫.১ ওভার স্থায়ী উদ্বোধনী জুটির ৫৪ রান ছিল পথ প্রদর্শক। ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ রবি শাস্ত্রী বলছেন পান্টের উচিত ছিল উদ্বোধনী জুটি কীভাবে রান করেছে তা খেয়াল করা।

তার ভাষায়, ‘রোহিত, রাহুল এবং বাকিরা কী ধরনের শট খেলছিল ও দেখেছে। নীচু শট খেলে এবং নন স্ট্রাইকারের আশেপাশের এলাকায় শট মেরে রান নেওয়ার চেষ্টা করেছে। পিচও ভালো ছিল। ফলে পান্টের ওই শট খেলতে অসুবিধা ছিল না। তা সত্ত্বেও ও ঝুঁকি নিয়ে ভুল শট খেলল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button